- itel P40,
- Symphone Z60
- Infinix Smart 6 Plus
- Tecno Pop 7
- itel Vision 5 স্মার্টফোন।
আমাদের তালিকায় প্রথমে যে মোবাইলটি রয়েছে সেটা হলো itel P40 । এই মোবাইলটি সম্পর্কে কথা বলার আগে চলুন এর স্পেসিফিকেশন দেখে নেই-
Display : 6.6" | IPS LCD |
Processors : UNISOC SC9863A
Main Camera : 13MP+ AI Lens
Front Camera : 5 MP
RAM : 4 GB | Type-LPDDr4X
Storage : 64 GB | eMMC 5.1 |
Battery : 6000 mAh | 18W Charger
Price : 9,990 TAKE
আমাদের তালিকায় দ্বিতীয় যে মোবাইলটি রয়েছে সেটা হলো Symphony Z60 । এই মোবাইলটি সম্পর্কে কথা বলার আগে চলুন এর স্পেসিফিকেশন দেখে নেই-
Symphony Z60 |
Display : 6.52" | IPS LCD |
Processors : UNISOC T606
Main Camera : 52MP+2MP
Front Camera : 8 MP
RAM : 3 GB | Type-LPDDr4X
Storage : 64 GB |
Battery : 5000 mAh | 18W |
Price : 9,999 TAKE
পারফর্মেন্স ও কন্টেন্ট ওয়াচিংয়ের জন্য সেরা সিম্ফনির এই ফোনটি। এখানে আধুনিক বেশ কিছু ফিচার আছে যা সাধারণত ১৫ হাজার টাকা বাজেটে দেখা যায় না। সবথেকে ভালো ফিচার হচ্ছে এই ফোনের ৬.৫২ ইঞ্চির এলসিডি ডিসপ্লেটি। এটি একটি হাই রিফ্রেশ রেট ডিসপ্লে। ৯০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট পাওয়া যায় এখানে। তাই স্ক্রলিং বা দৈনন্দিন ব্যবহারে স্মুথ অভিজ্ঞতা দেয়। এছাড়া ভালো পারফর্মেন্সে সাহায্য করে ইউনিসকের টি৬০৬ চিপ। এটি খুব শক্তিশালী না হলেও দৈনন্দিন কাজগুলো করা যায় সহজেই। ফোনটি 3 জিবি র্যামে পাবেন। এছাড়া ফোনের স্পিকারটিও বেশ লাউড ও ভালো সাউন্ড তৈরি করে।
পিছনে আছে ৫২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ। সাধারণ দিনের আলোতে ছবি তোলা যায় বেশ ভালো। এছাড়া ম্যাক্রো শট নেয়া যায় অপর ২ মেগাপিক্সেল ক্যামেরায়। সামনে আছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৫০০০ মিলিএম্প বিশাল ব্যাটারি ও ১৮ ওয়াট ফাস্ট চার্জের সুবিধা থাকায় ব্যাটারি ব্যাকাপ নিয়েও চিন্তা থাকছে না কোন। সব মিলিয়ে এই দামে খুবই ভালো একটি প্যাকেজ এই ফোনটি।
আমাদের তালিকায় তৃতীয় যে মোবাইলটি রয়েছে সেটা হলো Infinix Smart 6 Plus । এই মোবাইলটি সম্পর্কে কথা বলার আগে চলুন এর স্পেসিফিকেশন দেখে নেই-
Infinix Smart 6 Plus |
Display : 6.82"| IPS LCD |
Processors : Mediatek Helio G25
Main Camera : 8MP+0.3MP
Front Camera : 5MP
RAM : 2 GB | Type-LPDDr4X
Storage : 64 GB | eMMC 5.1
Battery : 5000 mAh
PRice : 9,999 TAKE
বাজেটে খুব ভালো পারফর্মেন্সের ফোন নিয়ে আসে সবসময় ইনফিনিক্স। এবার ভালো পারফরমেন্স ও ক্যামেরার সাথে তারা বাজারে এনেছে ইনফিনিক্স স্মাট ৬ প্লাস মডেলটি। যারা বাজেটেই মোটামুটি গেমিং করতে চান তারা এই ফোনটি দেখতে পারেন। ৬.৮২ ইঞ্চির বড় পাঞ্চ হোল ডিসপ্লের ফোন এটি। ফোনটির ডিজাইন ও ডিসপ্লে পুরোপুরি আধুনিক। ভিতরে আছে এই বাজেটের হিসেবে বেশ শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর। ফলে দৈনন্দিন কাজ বা গেমে খুব বেশি সমস্যায় পড়তে হবে না। ক্যামেরার দিক থেকেও পিছিয়ে নেই ফোনটি। আছে ৮ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ।
সামনের ক্যামেরাটি ৫ মেগাপিক্সেলের। এছাড়াও আছে ৫০০০ মিলিএম্পের বিশাল ব্যাটারি সারদিন ব্যাকাপ দেয়ার মতো। তবে ফাস্ট চার্জের সুবিধা পাবেন না। ৪ জিবি র্যাম রয়েছে গেমিংয়ে বাড়তি সুবিধা দিতে। এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মাইক্রোএসডি কার্ডের সুবিধা দেবে ফোনটি।
আমাদের তালিকায় চতুর্থ যে মোবাইলটি রয়েছে সেটা হলো Tecno Pop 7 । এই মোবাইলটি সম্পর্কে কথা বলার আগে চলুন এর স্পেসিফিকেশন দেখে নেই-
Tecno Pop 7 |
Display : 6.6"| IPS LCD |
Processors : UNISOC SC9863A
Main Camera : 8MP+AI Lens
Front Camera : 5MP
RAM : 2 GB | Type-LPDDr4X
Storage : 64 GB | eMMC 5.1
Battery : 5000 mAh | 10W
Price : 9,690 TAKE
আমাদের তালিকায় পঞ্চম যে মোবাইলটি রয়েছে সেটা হলো itel Vision 5 । এই মোবাইলটি সম্পর্কে কথা বলার আগে চলুন এর স্পেসিফিকেশন দেখে নেই-
itel Vision 5 |
Display : 6.67" | IPS LCD |
Processor : UNISOC SC9863A
Main Camera : 8MP+ 2MP+ 0.3MP
Front Camera : 5MP
RAM : 4 GB | Type-LPDDr4X
Storage : 64 GB |
Battery : 5000 mAh | 18W
Price : 9,990 TAKE
ফোনটিও দেখতে খুব সুন্দর এবং পাতলা। মূলত বিনোদনের ক্ষেত্রে সেরা পারফর্মেন্স দিতে এই ফোনটি ডিজাইন করা হয়েছে। আর তাই সামনে দেয়া হয়েছে ৬.৬ ইঞ্চির একটি সুন্দর আইপিএস ডিসপ্লে। কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে এই ডিসপ্লে থেকে ভালো অভিজ্ঞতা পাওয়া যাবে। পারফর্মেন্সের ক্ষেত্রে একটি অক্টা কোরের ১.৬ গিগাহার্টজ প্রসেসর দেয়া আছে। আর থাকছে 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ। দীর্ঘক্ষণ কন্টেন্ট ওয়াচিংয়ে ব্যাটারি ব্যাকাপ দিতে রয়েছে ৫০০০ মিলিএম্পের বড় একটি ব্যাটারি। ১৮ ওয়াটের ফাস্ট চার্জ সুবিধাও রাখা হয়েছে। পিছনে একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে টুকটাক ছবি তুলবার জন্য। আর সামনের ৫ মেগাপিক্সেলের ক্যামেরাটিও চলনসই সেলফি তুলতে সক্ষম। মাইক্রো ইউসবি ও অটিজি সুবিধা পাবেন ফোন থেকে। এছাড়া সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মাইক্রো এসডি কার্ডের সুবিধা ইত্যাদিও পেয়ে জাবেই এই ফোনটি থেকে।
পোস্টটি তৈরি করা হয়েছে 04 July 2023 তারিখে।
Post a Comment