মোবাইল ফোন চার্জের সময় ভুলেও যে কাজগুলো করা উচিত নয় 

বর্তমান প্রজন্মে স্মার্টফোন প্রায় সকলের হাতেই। আর ফোন চালানোর জন্য ব্যাটারি চার্জিং আবশ্যক। অনেক ব্যবহারকারী স্মার্টফোন চার্জিং করার সময় এমন কিছু ভুল করে ফেলে, যেখান থেকে ফোনের মারাত্মক ক্ষতি হতে পারে। এই ভুলের কারণে ফোনের ব্যাটারির আয়ু, এমনকি স্মার্টফোনের আয়ুও কমতে পারে।
   
অনেক ব্যবহারকারী আবার এই বিষয়গুলি জানার সত্ত্বেও ভুল করে ফেলে। যার জন্য তারা ধীরে ধীরে স্মার্টফোনের ক্ষতি ডেকে আনে। আজ আমরা আপনাকে বলব ফোন চার্জিংয়ের সময় এই কাজগুলি বন্ধ করুন। আপনার অজান্তে এই ভুলের কারণে আপনার স্মার্টফোনের ক্ষতি ডেকে আনছেন। আসুন জানা যাক ফোন চার্জিংয়ের কোন পদ্ধতি অবলম্বন করা উচিত?
মোবাইল ফোন চার্জের সময় ভুলেও যে কাজগুলো করা উচিত নয়

১. ফোন ৮০ শতাংশ চার্জ দিয়ে রাখুন
যখনই চার্জ দেবেন, তখন কমপক্ষে ব্যাটারির চার্জ ৮০ শতাংশ পূর্ণ করবেন। সব সময় শতভাগ চার্জ পূর্ণ করতে হবে এমন কোনো কথা নেই। 

২. ডুপ্লিকেট চার্জারে চার্জিং
অনেক সময় স্মার্টফোন ব্যবহারকারীরা ডুপ্লিকেট চার্জারে ব্যাটারি চার্জ করে। তবে এটি আপনার ফোনের জন্য খুব ক্ষতিকারক। এটি ফোনের ব্যাটারিকে মারাত্মক ক্ষতি করে তার সাথে সাথে আপনার স্মার্টফোনকেও নষ্ট করে।

৩. ফোন চার্জের সময় গেম খেলা
আপনি কি ফোন চার্জের সময় গেম কিংবা অন্য কিছু ডিভাইস চালু করেন। তাহলে এটি আপনার ফোনের জন্য মারাত্মক ক্ষতি। এতে ফোনের মধ্যে গেম ও ব্যাটারি চার্জ ফোনের প্রসেসরে অনেক চাপ বেড়ে যায়। এতে ফোনে ব্যাটারি প্রচুর হিট হতে থাকে। যার কারনেই ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়।

৪. ফাস্ট চার্জিং
যদি আপনার ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট না করে, তাহলে ফাস্ট চার্জারে ব্যাটারি চার্জ মোটেও করবেন না। এতে ব্যাটারি ধীরে ধীরে ক্ষতি করে। তাছাড়া যেটা যেই ফোনের চার্জার সেই ফোনেই চার্জ করা ভালো।

৫.সব চার্জ শেষ করে ফেলবেন না
স্মার্টফোনে ২০ শতাংশের ওপরে চার্জ থাকা অবস্থায় আবার চার্জে দেবেন না। বারবার ও অপ্রয়োজনীয় রিচার্জে ব্যাটারির আয়ু কমে যায়। ব্যাটারির চার্জ একেবারে শূন্য করে ফেলবেন না। এতেও ব্যাটারির আয়ু কমতে থাকে।

৬. ব্যাটারি চার্জের সময় খোলাপরা
আপনি যখন ফোন চার্জ করবেন তখন ফোনের প্রয়োজনীয় কাজ সেরেই তবে চার্জে বসান। না হলে ফোন চার্জে বসিয়ে বারবার খোলাপরা ফোনের ক্ষতি করে। এতে ফোনের প্রসেসরের ওপর বিরূপ প্রভাব ফেলে। এতে ফোনের কর্মক্ষমতাও কমে যায়।

৭. চার্জের সময় সুরক্ষা কেস খুলে রাখুন
অনেকেই ফোনের বাড়তি সুরক্ষার জন্য কেসিং ব্যবহার করেন। কিন্তু চার্জ দেওয়ার সময় কেসিং খুলে রাখা ভালো। সাধারণত ফোন চার্জ দিলে ব্যাটারি কিছুটা গরম হয়। কিন্তু ফোনের কেসিং থাকলে তাপ আটকে ফোন অতিরিক্ত গরম হয়ে যায়।

৮. সারা রাত চার্জ নয়
সারা রাত ফোন চার্জে রাখা ঠিক নয়। অতিরিক্ত চার্জ ব্যাটারির ক্ষতি করে।

Post a Comment

Previous Post Next Post