মোবাইল ফোন পানিতে পড়লে যা করতেই হবে
হঠাৎ আপনার ফোনটি অসাবধানতাবশত পানির মধ্যে পড়ে ভিজে গেল। ফোনটা পড়তে পারে পূল, টয়লেট বা বৃষ্টির পানির মধ্যে। তখন আপনি কি করবেন? অনেকে হতভম্ব হয়ে ফোনটিকে পানি থেকে তুলে ঝাঁকা ঝাঁকি করে পানি বের করার চেষ্টা করে। এতে কিন্তু ফোনটা আরোও নষ্ট হওয়ার সম্ভাবনা বাড়ে।
আমরা অনেকেই জানিনা ফোনটা পানিতে পড়ে গেলে কি করা উচিত? আমরা জেনে হোক বা না জেনে হোক পানি বের করার পরক্ষণের মধ্যেই ফোনটা চালু করার চেষ্টা করি। ফোন চালু না হলে আমরা বারবার চেষ্টা করি অন করার জন্য। এটা করা ফোনের জন্য মোটেই ঠিক না। যাইহোক মোবাইল ফোন পানিতে পড়লে করনীয় বিষয়গুলো মানলে ফোনটি আবার সচল করতে পারেন। চলুন তাহলে সেগুলো জেনে নেওয়া যাক-
আপনার ফোনটি পানিতে পড়ে ভিজে গেলে আপনার যা করনীয়-
- আপনার ফোনটি পানিতে পড়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব তুলে ফেলুন।
- ফোনটিতে ব্যাক কভার ব্যবহার করলে সেটি খুলে ফেলুন।
- বর্তমান কালের অধিকাংশ স্মার্টফোনের ব্যাটারির নন-রিমোবেবল হয়ে থাকে। তাই ফোনে পানি ঢুকলে যত তাড়াতাড়ি সম্ভব ফোন বন্ধ করতে হবে (যদি ফোন উঠানোর আগেই বন্ধ না হয়) আর যেসব ফোনের ব্যাটারি খোলা যায় তাদের ক্ষেত্রে প্রথমে ব্যাটারি খুলে ফেলবেন।
- ফোনের ভেতরের সবকিছু অর্থাৎ ব্যাটারি (যেসব ফোনের খোলা যায়), সিম কার্ড, মেমোরি কার্ড খুলে ফেলুন শীঘ্রই। ফোনের খোলা অংশগুলি একটি শুকনো কাপড়ে মুছে কাপড়টি মুড়ে রেখে দিন। দেখবেন ফোনের কোন ক্ষতি হবে না। ফোনের ভেতরের অংশ পাতলা কাপড় দিয়ে ভাল করে মুছে ফেলুন।
- ভেজা ফোনটি থেকে পানি বের করার জন্য ফু বা ঝাকি দিবেন না। এতে পানি কোন গুরুত্বপূর্ণ পার্টস এ ঢুকে যেতে পারে। যেটাতে হয়তো আগে পানি প্রবেশ করেনি।
- ফোনটি চালু করার চেষ্টা করবেন না শর্ট সার্কিট হতে পারে। তাতে হয়তো আপনার ফোনটি পুরোপুরি বিকল হয়ে যেতে পারে
- ফোনে কোন উত্তাপ প্রয়োগ করবেন না। মনে রাখবেন অতিরিক্ত তাপ ফোনের ক্ষতি করতে পারে।
- ফোনটিতে কোন প্রকার প্লাগ ইন করবেন না।
- ভুল করেও ফোনে হেয়ার ড্রাইয়ার করবেন না। হেয়ার ড্রাইয়ারের গরম হাওয়ায় ভেতরের পার্টস গুলি গলে যেতে পারে।
- ফোনটিকে রোদে রাখুন যদি কোথাও অল্প জল থেকে যায় তাহলে রোদ লাগলে তা শুকিয়ে যাবে।
- বাড়িতে যেখানে চাল রেখেছেন সেখানে মোবাইলটি রেখে দিন। সবচেয়ে ভালো হয় কোন এয়ার টাইট বক্সের চাল নিয়ে তার মধ্যে মোবাইল দিয়ে রাখতে পারলে। চালের ভেতরে স্মার্টফোনটি ডুবিয়ে দিন। চাল কিন্তু আদ্রতা দারুন ভাবে চুষে নিতে পারে। এতে অবশ্য চালের গুড়া লেগে যাবে। কিন্তু মোবাইল তো বাজবে।
- এভাবে ২৪-৪৮ ঘণ্টা মোবাইলটি রেখে দিতে হবে। তবে সম্পূর্ণভাবে আদ্রতা অপসারিত হওয়ার জন্য ৪৮ ঘন্টা রেখে দেওয়াই উত্তম।
সবশেষে ভাগ্য ভালো হলে শুকানোর সাথে সাথে ফোন কাজ করা শুরু করতে পারে। এমনও হতে পারে যে কাজ করছে তবে এমন কিছু ত্রুটি দেখাচ্ছে যা আগে কখনোই দেখা যায়নি। সুইচ অন করার পর থেকে আগামী কয়েক দিন সতর্ক দৃষ্টি রাখতে হবে। সাউন্ড, ফটো তোলা, ভিডিও দেখা ইত্যাদির মত গুরুত্বপূর্ণ কাজগুলোতে ফোনের কার্যকারিতা পরীক্ষা করতে হবে। এ সময় কোন সমস্যা দেখালে ফোনের মেরামত বা খুঁটিনাটি যন্ত্রাংশের প্রতিস্থাপন প্রয়োজন হতে পারে।
আপনি এতকিছু করতে না পারলে বসে না থেকে ফোনটির সুইচ অফ করে, ব্যাটারি খুলে (যদি সম্ভব হয়) সোজা সার্ভিস সেন্টারে কিংবা মোবাইল রিপেয়ার শপের দিকে যান। একটুও সময় নষ্ট করবেন না। খুব বেশি ভাগ্য খারাপ না হলে আপনার ফোনটি আবার আগের মতো চলতে থাকবে।
(এটি তাদের জন্যই প্রয়োজ্য যাদের মোবাইল পানি প্রতিরোধ নয়।)
Post a Comment