Tecno Phantom V Flip 5G রিভিউ
বাংলাদেশে জনপ্রিয় স্মার্টফোন কোম্পানিগুলোর মধ্যেও Tecno ও অন্যতম কোম্পানি। Tecno Mobile কোম্পানি দীর্ঘদিন ধরে সাধ্যের মধ্যে সেরা স্পেসিফিকেশন সহ স্মার্টফোন নিয়ে আসছে। ইতোমধ্যেই তারা বেশ কিছু প্রিমিয়াম ডিভাইস লঞ্চ করেছে বিশ্ববাজারে। এর মধ্যে Phantom V Fold ও Phantom V Flip অন্যতম। ০১লা নভেম্বর ২০২৩ তারিখে প্রিমিয়াম সব ফিচারের সাথে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে Tecno Phantom V Flip 5G স্মার্টফোনটি।
ফোল্ডেবল ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০৫০ প্রসেসর সহ ফোনটির ৮জিবি+২৫৬জিবি ভেরিয়েন্টটির ৮০,৯৯০ টাকা মুল্য নির্ধারণ করেছে টেকনো। চলুন ফোনটির অন্যান্য ফিচার গুলো দেখে আসি :
এক নজরে সংক্ষেপে ফোনটির স্পিসিফিকেশন
Display: 6.9 | | | | | |
Body: | | | | |
Chipset:
Memory: GB + GB ROM | UFS
Software: Android 13 | |
Rear camera: Main MP | f/1.8 |
MP | f/ |
MP | f/ |
Front camera: MP | f/2. |
Battery: mAh | W |
বডি ও ডিজাইন:
স্মার্টফোনটির প্রধান বৈশিষ্ট্য হলো এটিকে ভাজ করা যায়। স্মার্টফোনটি ভাজ করা অবস্থায় এটি ৮৮.৮ মিমি লম্বা, ৭৪.১ মিমি চওড়া এবং ১৫ মিমি পুরুত্বের, এবং ফোনটি খোলা অবস্থায় এটি ১৭১.৭ মিমি লম্বা, ৭৪.১ মিমি চওড়া এবং ৭ মিমি পুরু। ইকো লেদার ব্যাক, অ্যালুমিনিয়াম ফ্রেম ও স্টিলের কব্জা সহ মোবাইলটির ওজন মাত্র ১৯৪ গ্রাম। ফোনটা বেশ হালকা যেটা হাতে ধরতে বেশ কম্ফোর্টেবল এবং প্রিমিয়াম ফিল পাবেন। মোবাইলটি মোট ২টি রঙে দোকানগুলোতে পাওয়া যাবে। এই রংগুলো হল মিস্টিক দেওয়ান এবং আইকনিক ব্ল্যাক।
ডিসপ্লে:
Phantom V Flip স্মার্টফোনটি সামনে প্রধান ডিসপ্লে ও পিছনে সেকেন্ডারি ডিসপ্লে এর সাথে ডিজাইন করেছে টেকনো। স্মার্টফোনটিতে প্রধান ডিসপ্লে হিসেবে রয়েছে ৬.৯ ইঞ্চির Foldable বা ভাজ করা যায় এমন একটি LTPO AMOLED ডিসপ্লে প্যানেল। ডিসপ্লে প্যানেলটি একটি ১০৮০ x ২৬৪০ পিক্সেল রেজুলেশন এর একটি প্যানেল যার PPI বা “পিক্সেল পার ইঞ্চি” হল ৪১৩. ডিসপ্লে প্যানেলটি 120Hz রিফ্রেশ রেট সমর্থিত যার পিক ব্রাইটনেস হল ১০০০ নিটস। ফলে ইনডোর বা আউটডোর সর্বত্রই পাবেন স্মার্টফোনটি ব্যাবহারের এক অবর্ণনীয় অভিজ্ঞতা।
ফোনটিতে সেকেন্ডারি বা কভার ডিসপ্লে হিসেবে রয়েছে ১.৩২ ইঞ্চির গোলাকার AMOLED ডিসপ্লে প্যানেল। ডিসপ্লে প্যানেলটি একটি ৪৬৬ x ৪৬৬ পিক্সেল রেজুলেশন এর একটি প্যানেল যার PPI বা “পিক্সেল পার ইঞ্চি” হল ৩৫২. ডিসপ্লে প্যানেলটির পিক ব্রাইটনেস হল ৮০০ নিটস।
প্রসেসর ও অপারেটিং সিস্টেম:
স্মার্টফোনটির প্রসেসিং ইউনিট বা, প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক এর 6 nm ফেব্রিকেশন এ নির্মিত ডাইমেনসিটি ৮০৫০ প্রসেসর। প্রসেসরটিতে রয়েছে সর্বোচ্চ 3.0 GHz ক্লক স্পিড। স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 13। এছাড়া এটির ইউজার ইন্টারফেস হিসেবে HIOS 13.5 এর সাপোর্ট তো থাকছে, যার ফলে ইউজার এক্সপেরিয়েন্স হবে দুর্দান্ত
ক্যামেরা
ফোনটির পিছনের দিকে রয়েছে দুইটি ক্যামেরা ও একটি রিং আকৃতির একটি এলইডি লাইট সহ একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল। উপর থেকে প্রথম ক্যামেরাটি ১/১.৭৩ ইঞ্চি সাইজের ৬৪মেগাপিক্সেল রেজুলেশন এর একটি আলট্রা ক্লিয়ার মেইন ক্যামেরা। সর্বশেষ অর্থাৎ দ্বিতীয় ক্যামেরাটি ১৩মেগাপিক্সেল রেজুলেশন এর একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 4k@30fps ভিডিও রেকর্ড করতে পারবেন।
ডিসপ্লে এর উপরের দিকে একটি সেন্টার পাঞ্চহোল সেলফি ক্যামেরা। ক্যামেরাটি ৩২মেগাপিক্সেল রেজুলেশন এর একটি মেইন ওয়াইড ক্যামেরা। যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 1440p@30fps ভিডিও রেকর্ড করতে পারবেন।
স্টোরেজ:
স্মার্টফোনটি ৮জিবি+২৫৬জিবি ভেরিয়েন্ট এ লঞ্চ হয়েছে। ফোনটিতে থাকছেনা কোনো বাইরে থেকে অতিরিক্ত স্টোরেজ যোগ করার সুযোগ। তবে আপনার মাল্টিটাস্কিং ও মাল্টিমিডিয়া (টেক্সট, পিকচার, অডিও, ভিডিও, ইত্যাদি) সংগ্রহের জন্য পর্যাপ্ত স্টোরেজ রয়েছে।
ব্যাটারি:
স্মার্টফোনটির পাওয়ার বা ব্যাটারি স্টোরেজ হিসেবে রয়েছে 4000 mAh এর নন-রিমুব্যাবল ব্যাটারি। টেস্ট রিপোর্ট অনুযায়ী, এটির সাহায্যে আপনি গড়ে ৮৮ ঘন্টা স্ট্যান্ডবাই টাইম পাবেন এবং ১৩:০৯ ঘন্টা নেট ব্রাউজিং করতে পারবেন। সম্পূর্ণ চার্জে, আপনি প্রায় ২৩:০৮ ঘন্টা পর্যন্ত কথা বলতে পারবেন। এই বিশাল ব্যাটারি স্টোরেজটিকে রিচার্জ করার জন্য রয়েছে ৪৫ ওয়াট এর সুপার ফাস্ট চার্জার। যার মাধ্যমে শুন্য থেকে সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে প্রায় ৪৫ মিনিটের মতো।
সেন্সর ও সিকিউরিটি:
ফোনটিতে অ্যাক্সিলোমিটার, জাইরো, প্রক্সিমিটি, কম্পাস এবং লাইট সেন্সর রয়েছে। প্রাইভেসি ও সিকিউরিটি ফিচার হিসেবে মোবাইলটির ডান পাশে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং এর সাথে ফোনটিতে আরো থাকছে ফেস আনলক অপশন।
নেটওয়ার্ক ও কানেক্টভিটি:
ডিভাইসটিতে রয়েছে ন্যানো-সিম এর সুবিধা। ফোনটি ২জি, ৩জি, ৪জি এবং ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে Wi-Fi , Bluetooth 5.1, NFC, GPS, ও USB Type-C 2.0 এর সাপোর্ট।
দাম বা মূল্য:
Tecno Phantom V Flip 5G স্মার্টফোনটি ২০২৩ সালের ০১ লা নভেম্বর বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়। Phantom V Flip প্রেমীরা ফোনটির ৮জিবি+২৫৬জিবি ভেরিয়েন্টটি ৮০,৯৯০ টাকা মুল্যে ক্রয় করতে পারবেন। আনঅফিসিয়াল ভাবে ফোনটি পাওয়া যাবে না। দাম কিছুটা বেশি মনে হলেও ফ্লিপ মোবাইলটিতে স্পেসিফিকেশনে কিছু কমতি নেই বললেই চলে। সুতরাং, দাম বিবেচনায় ফোনটি হতে পারে একটি ফ্লাগশিপ কিলার স্মার্টফোন।
Post a Comment