বাস্তবেই কি ক্লিক করে ইনকাম করা যায়?

শুধুমাত্র ক্লিক করে কি অনলাইনে আয় করা যায়?

শুধু ক্লিক করে আয় করুন, কথাটা অনেকের কাছে অতি জনপ্রিয় এবং আয় করার জন্য অনেকে আগ্রহী। তবে আমি ব্যাক্তিগতভাবে সুপারিশ করি যারা অনলাইনে আয় করতে চান কিংবা এখানে নিজের ক্যারিয়ার গড়তে চান তারা অবশ্যই ক্লিক করে আয় করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন।
বাস্তবেই কি ক্লিক করে ইনকাম করা যায়?


ক্লিক করে আয় করার অনেক সাইট রয়েছে। যেমন- ClixSense.com , BuxP এবং NeoBux ইত্যাদি। তবে এগুলো সাইডে বিভিন্ন এড ক্লিক, ভিডিও দেখা কিংবা গেম খেলে ইনকাম করতে হয়। আর এই আয়ের পরিমান খুবই নগন্য।

আয় হয় কিভাবে
বিজ্ঞাপণ দেখিয়ে প্রতিটি বিজ্ঞাপণে ক্লিকে আয় হবে 0.04 USD (adhitz এর রেট দক্ষিণ এশিয়ায় এরকমই)। আপনাকে দিবে 0.01USD. এভাবে তাদের থাকবে ০.০৩ ডলার লাভ। নিজেদের সাইটের বিজ্ঞাপণ, রেফারেল কমিশন সব বাদ দিয়ে আরো কম ০.০১ ডলার হয়তো থাকবে। যারা বিজ্ঞাপনদাতা তারা বিজ্ঞাপণ দিচ্ছে আপনার কাছ থেকে ০.০৪ ডলারের চেয়ে বেশী লাভ করতে পারবে এই এনালাইসিস করে তারপর। তারা আপনাকে এক অংশ আর, প্রকাশককে এক অংশ দিয়ে আংগুল চুষবে না।

আপনি বলবেন Neubux ২০০৭ সাল থেকে আছে। ভাই, অন্যসব কই গেলো Probux, cleverbux হ্যান ত্যান সব হারিয়ে গেছে। Neobux কেন আছে(আমি জানি না এখনো আছে কি না)? ওরা কিছু লোককে টাকা দেয়, কিছু লোককে ঠকায়। যাদের অনেক ডিরেক্ট রেফারেল আছে, তারা টাকা পায়। আপনার মতো যারা একাউন্ট খুলে রেফারেল কেনে আর ক্লিক করে তারা কখনোই আয় করে মিনিমামে পৌছাতে পারে না।

ক্লিক করে কি পরিমান আয় হয়?
অনলাইনে দেখবেন অনেকেই বলে ক্লিক করে দৈনিক ১০০০ টাকা ইনকাম করা সম্ভব। বিশেষ করে ইউটিউবের ভিডিওগুলোতে বেশি পরিমাণ লোভ দেখানো হয়। কিন্তু কত সময়ের মধ্যে এই ১০০০ টাকা ইনকাম করা সম্ভব তা কিন্তু বলা হয় না। চলুন তাহলে একটা হিসাব করে আসি। যেহেতু এড এর সব সাইডে ডলার হিসেবে ইনকাম হয় তাই আমরা ডলার হিসেবে হিসাব করব। আমরা সবাই জানি যে ১০০ সেন্টে ওয়ান ডলার হয়। এখন প্রত্যেকটা এডে কিন্তু ইনকাম আলাদা আলাদা হয়ে থাকে। দেখবেন কোনো অ্যাড এ ০.০০১ বা ০.০০০১ এবং ০.০১ ডলার আয় দিয়ে থাকে। আমি ০.০১ শুধু এর ক্ষেত্রে হিসাবটা করে দিচ্ছি। হিসাব করে দেখা যাবে যে এক ডলার ইনকাম করতে আপনাকে প্রায় ১০০০টি অ্যাড এ ক্লিক করতে হবে। আর প্রতিটি এডে আপনাকে সর্বনিম্ন ৩০ সেকেন্ড সময় দিতে হবে। এখন হিসাব করেন কত সময় লাগতে পারে। 

পিটিসি সাইটগুলো রেফার করে ইনকাম করারও সুযোগ দে। আমি রেফারেল করে ইনকাম করতে পারবেন। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। প্রতিটি রেফারির জন্য তারা খুবই নগণ্য পরিমাণ আইডি দিয়ে থাকে। আপনি বড়জোর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে রেফার করে ইনকাম করতে চাচ্ছেন কিন্তু কতদিন করবেন এই ইনকামটা। অবশেষে দেখা যাবে যে সব মিলে হিসাব করে আপনার কোন লাভই হবে না।

আপনি যদি সত্যিই নিজের পেশা অনলাইনে গড়তে চান তাহলে ব্লগিং কিংবা ইউটিউবিং ভিডিও তৈরি করে শেয়ার করার মতো পেশা গ্রহণ করতে পারেন। মনে রাখবেন, পরিশ্রম ছাড়া দুনিয়াতে কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়। তাই কখনোই এইসব সাইটে একাউন্ট খুলবেন না।

তাই অনলাইনে আয় করতে চাইলে পরিশ্রম করতে শিখুন। নিজের কাজ সঠিকভাবে করার চেষ্ঠা করুন। দেখবেন অল্প সময়ের মধ্যে সফল হতে শুরু করছেন।

Post a Comment

Previous Post Next Post