বাংলাদেশে Symphony Z70 এর প্রাইজ বা দাম
দেশীয় স্মার্টফোন কোম্পানি সিম্ফনি দেশের বাজারে নতুন একটি ফোন লঞ্চ করেছে। সেটি হলো Symphony Z70। বাংলাদেশে যে সমস্ত ফোন নতুন লঞ্চ হয়েছে তার মধ্যে অত্যন্ত চাহিদা পূর্ণ মোবাইল হল Symphony Z70। মোবাইলে মেন ক্যামেরা গুলো ৫২ মেগাপিক্সেলের, ইউনিসেফের প্রসেস, ইউএসবি টাইপস এর পাশাপাশি পাঁচ হাজার এম এস ব্যাটারি। এই কনফিগারেশনে বলা চলে ফোনটি একটি বাজেট কিলার ফোন। চলুন তাহলে ফোনটিতে কি কি ফিচার রয়েছে বর্তমান প্রাইস কত সে সম্পর্কে জানা যাক-
একনজরে সংক্ষেপে ফোনটির স্পিসিফিকেশন-
Display :6.56" | IPS Incell |
Weight: 193 grams
Processore : UniSOC T606
Main Camera : 52MP+ 2MP+ 2MP
Front Camera : 8 MP
RAM : 4GB | Type-LPDDr4X |
Storage : 64GB | Type-
Battery : 5000 mAh | 10W |
সংক্ষিপ্ত বিবরণ:
ফোনে ডিসপ্লেটি হল ৬.56 ইঞ্চি এইচডি প্লাস IPS Incell প্যাটেল এর। ডিসপ্লের পিক্সেল ডেনসিটি হল 269 পিপিআই। ডিসপ্লেতে কোন ৯০ হার্জ রিফ্রেশ রেট নেই। ডিসপ্লেটি ফুল এইচডি না হলেও মাল্টিটাস্কি করে বেশ আনন্দে পাওয়া যায়। এছাড়া ডিসপ্লেটি ব্যবহার করতে বেশ স্মার্ট লাগে। এই ডিভাইসটি Android 13 এর সাথে চলছে এবং এটি একটি UniSOC T606 চিপসেট দ্বারা চালিত। ফোনটির প্রসেসর দিয়ে ভারী গেম খেলা না গেলেও মোটামুটি ভাবে খেলা যায়। তবে এটি একটি শক্তিশালী প্রসেসর। Symphony Z70 এর ব্যাটারি ক্যাপাসিটি হলো ৫০০০ mAh। মোবাইলটি চার্জ করার জন্য দেওয়া হয়েছে দশ ওয়াটের ফাস্ট চার্জার। এ চার্জার দিয়ে মোবাইলটি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে দুই ঘন্ট। যদিও ১০ওয়াট বর্তমান জামানায় কম হয়ে যায়। তবে ১৮ ওয়াট দিলে ভালো হতো। ফোনটিতে অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে USB Type-C port, স্টেরিও স্পিকার, ডুয়েল সিম এবং ডাস্ট ও স্পালাশ প্রতিরোধি।
Symphony Z70 এর প্রাইজ বা মূল্য:
Symphony Z70 এখন একটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে (64GB/4GB RAM)। ফোনটি চারটি ভিন্ন রঙে ক্রেতারা কিনতে পারবেন। সেটি হলো Reflective Green, Electric Blue, Honey Dew Green, Fusion Gold । বর্তমানে বাংলাদেশে Symphony Z70 এর দাম 9499 টাকা (VAT Applicable)।
Post a Comment